০১ সেপ্টেম্বর ২০১৭

মুকতাদির আজাদ

বন্ধু

 হক চকিয়ে দৃষ্টি রেখে
যেই না বলে থাম্ ,
অমনি আমি চাহুনি চোখে
 জপ করি রাম্ রাম্ ।

    সাবধানী এই বন্ধু  আমার
   আগলে রাখে প্রায়,
   সব কিছুতেই ভাব সিনিয়র
   লক্ষ্য করে তাই ।

       জ্ঞানের কথা দেয় বুলিয়ে
      পুরো আপাদমস্তক ,
      আত্মমর্যাদা কে পাশে হেলিয়ে
        এসব করি কন্ঠক ।

ধৈর্যের বাঁধ উঠে গেলে যেই
প্রেস্টিজ  উঁচিয়ে ধরি,
তখনই তাহার আঁখি থই থই
মোর বিবেকের গলা জড়ি ।

       বন্ধু সে আমার , বান্ধবী নয়
      সেভাবেই তারে দেখি -
     অনন্ত সম্বন্ধের মাঝে তাই
     এই মেয়ে বন্ধুর ছবি আঁকি ।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন