০২ সেপ্টেম্বর ২০১৭

দেবজিৎ দে

চিরন্তন

ধর, অগ্রে অথবা পশ্চাতে কেউ নেই
তুমি দিশাহারা, স্থানুবৎ, এমত অবস্থায়
স্মরণে আনতে চাইলে নিকটজনের নাম
মাথার উপর তখন অজস্র নক্ষত্র
বাংলা ও ইংরাজী বর্ণমালার সমস্ত অক্ষর
হাঁতড়ে পেলে শুধু লাস্য মুখগুলি
ভুলে গেছ জীবদ্দশায় তারকা সঙ্ঘের নাম !
চোখ বন্ধ করে হাতড়ালে পুনরায়
এবার অন্ধকারে,অপনি উচ্চারিত হইল 'মা'
জন্মক্ষণ থেকে আজন্মকাল প্রিয়তম নামটি
ঢেকে দিল তোমার সর্ব্বাঙ্গ, অপরূপ জোছনায়-
ফুটে উঠলো পূর্ণ অবয়বে চাঁদ
মিয়ম্রান তখন সমস্ত নক্ষত্রপুঞ্জ
পথ চিনে ফিরে এলে তুমি !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন