০২ সেপ্টেম্বর ২০১৭

প্রবীর চক্রবর্তী

রঙিন বিকেল

এ এক একান্নবর্তী বিকেল
অসহায় সূর্য নিঃশেষ করছে নিজেকে
শেষবার মায়াবী হলুদে,
শেষবার তোমার মুখে
খেলা করেছিল যে হলুদ ।
তোমাকে আহ্বান করেছিলাম প্লুতস্বরে,
আর তুমি হলুদ বিকেল
সন্ধ্যামনির সাথে-ঝিঙেফুলের সাথে
আরো আরো রঙের নির্বাক আবর্তে
বিদায় নিলে ঘোর অন্ধকারে--

রঙিন বিকেল মুহূর্তেই
নিঃশেষ হয়ে যায়।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন