০২ সেপ্টেম্বর ২০১৭

সুবীর সিনহা

আজও

পাহাড়ের কোলে ছোট এক গ্রাম,
সাদা-মাটা লোক, নেই তাই দাম,
সকালের চা'য়ে  চিনি জোটে কম,
অভাব প্রাচীর ঘেরে হরদম।

ছোটে টয় ট্রেন, কু ঝিকঝিক,
হয়নি যে চড়া, জীবনকে ধিক্!
ঘন কুয়াশা ঢেকে দেয় রোজ,
অধরা সুখের মেলেনা তো খোঁজ।

শহরের লোক ক্লান্তি মেটায়,
ফেলে জঞ্জাল ঘরে ফিরে যায় ....



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন