০২ সেপ্টেম্বর ২০১৭

নীহার রঞ্জন আদক

মারামারি

শুধু শুধু ঘুরে ফিরে তেল কেন মেরে যাও?
ঝোপ বুঝে কোপ মেরে মেরেছো তো বড় দাঁও।
বন্ধুকে ল্যাঙ মেরে প্রমোশন হাতালে
অফিসেতে ফাঁকি মেরে আজীবন কাটালে।

এত বড় চেষ্টাটা মাঠে মারা গেল তার।
সব টাকা মারা যাবে পাবো নাকো নিস্তার।
মেরে কেটে দু-কলম লেখাপড়া শিখলেই
কাজ ফেলে রোয়াকেতে গুলতানি মারবেই।

লাফ মেরে বাগানেতে ঢোকে সেই ছেলেটা
মালকোঁচা মেরে ছোটে বাগানের মালীটা।
লুকায় ঘাপটি মেরে গিয়ে এক কোণেতে
উঁকি মেরে খুঁজে তারে ধ'রে আনে কানেতে।

পুকুরটা মেরে দিয়ে সব মাছ ধরা চাই
ঝোল মেরে কালিয়াটা গায়ে-মাখা করা চাই।
পেটে শুধু কিল মেরে কতক্ষণ থাকা যায়!
খোঁচা মারা কথা শুনে গা যেমন জ্বলে যায়।

ভুল ক'রে গোঁসাঘরে খিল মেরে থেকো না
খিদেয় মরবে জ্বলে লাভ কিছু হবে না।
ইয়ারকি মেরো নাকো মনটাই ভালো নেই
ফাঁকি মেরে কাজ সারে লোকসান সবেতেই।

পিঠে ছুরি মারে কতো বিশ্বাসী লোকজন
দুধ মেরে ক্ষীর খায় এলে পালা-পার্বন।
মনমরা হ'য়ে কেন ব'সে থাকো বাপুরে
গুলি মারো ঐ সব ছোটখাটো ব্যাপারে।

চোখ মারা ব্যাপারটা গোলমেলে বড্ড
ভ্যাবাচ্যাকা খেয়ে মরে বোকাদের হদ্দ।
ফুর্তি মারতে হ'লে পকেটের জোর চাই
হাঁড়ি মেরে খেলে হয় চেহারাটা খোলতাই।

কি সহজ জাত মারা ওটা নাকি ঠুনকো
অর্গল দণ্ডকে বলে নাকি হুড়কো।
ভাত মারা সোজা নয় সৎপথে চ'ললে
দাঁড়ি যদি মারো তুমি তাহলেই ম'রলে।

কতকিছু মারামারি উঁকিঝুঁকি মারা হয়
গাঁজাতেও দম মেরে বুঁদ হ'য়ে ব'সে রয়।
ফোনেতে রিচার্জ নাকি টাকা দিয়ে মারা যায়।
সুযোগেতে পেলে দই নেপোরাই মেরে খায়।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন