০২ সেপ্টেম্বর ২০১৭

মানবেন্দ্র ব‍্যানার্জী

সেই ছেলেটা

একটা ছড়া লিখতে হবে সেই ছেলেটার নামে
ধুলোমেখে খেলতো যে খুব ভিজতো জামা ঘামে

আম কুড়োতো কোঁচড় ভরে  জামে ভরতো বাটী
অবহেলায়  বাড়তো বয়স , মনটা ছিলো  খাঁটি

বৃষ্টির জলে ভিজতো সে খুব নতুন বর্ষা এলে
খেলনা তরি ভাসিয়ে দিত পথের ঘোলা জলে

পুজো এলেই বাজাতো সে তাল পাতার এক বাঁশি
মুখে সদা   থাকতো লেগে   মিষ্টি মধুর  হাসি

অঘ্রান মাসে ধান কুড়িয়ে ঘুরতো মাঠেঘাটে
বায়না করার ধাত ছিল না খেতো যেমন জুটে

সেই ছেলেটা শীত সকালে কাঁপতো চাদর গায়ে
কাঠ কুড়িয়ে জ্বেলে আগুন সেঁকতো হাতে পায়ে

দোলের আগে চাঁদনি রাতে ঘুরতো সারা পাড়া
সেই ছেলেটার বাউল গানে ছিলো প্রাণের সাড়া

সেই ছেলেটা বল্গাছাড়া সেই ছেলেটা পাখি
সেই ছেলেটার নামেই একটা ছড়া লিখে রাখি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন