০২ সেপ্টেম্বর ২০১৭

ফারুক আহমেদ

ঈদ

আমার ঈদ তোমার ঈদ
সবার ঈদ এসেছে
ওদের ঈদ তবু আনন্দ কই?
নতুন জামা মিঠাই কিছু নেই বন্যা সব কেড়ে নিল থাকার ঘর নেই
এখন খোলা আকাশটাই ছাদ হয়েছে ওদের
এবার ঈদে প্রিয়তমা যা পাঠিয়েছে সব ওদের দিলাম
মা রোজ দোয়া করে
মাকে বললাম ওদের জন্য দোয়া করে দাও
আমিও ঈদগাহে নামাজপাঠে মোনাজাত করেছি
দোয়া চেয়েছি
ওঁদের বাঁচার আকাশ ফিরেয়ে দিতে

ওদের জন্য বজ্রমুষ্টি হাত তুলে ফরিয়াদ করেছি
ওদেরকে মেরেছে আর মারছে যারা
তাদের ফিরুক সুমতি আর
ফিরুক মান আর হুশ
জাতি হিংসায় লীন হতে হতে সুচীর দেশে আর কবে মানবতা ফিরবে কে জানে?

আর এই মানব হনন চোখে দেখতে পারছি না
বিশ্ববিবেক আর কত মানুষ মরলে চিৎকার করে বলবে থামাও থামাও ঢের হয়েছে আর নয়
মুসলিম জাহান আর কতদিন ধৈয্য ধরে বসে বসে নিরব দর্শক হয়ে দেখবে সেও জানি না

ইরান আরব বিশ্ববিজয়ীরা বার্তা দাও ফেরাও শান্তি
এই হত্যার সাজা হোক সুচীর ফাঁসী
জাতিসংঘ চোখের ঠুলি খুলে রাখো
এবার অন্য চোখে সাম্যের গান গাও দেখি
তোমার মানবতার ফানুস আর কত ফুললে তবেই ফাঁটবে
সেই বা কে জানে?

আমি আর খালি চোখে দেখতে চাই না
ওই মানুষ মারার মিছিল
আল্লা এবার ওদের সুমতি দাও
রহিংগা মুসলিম ওরাও মানুষ
ওদের বাঁচতে দাও

ঘৃণা করা মহা পাপ
মানুষ মারা আরও পাপ
বুদ্ধ বেঁচে থাকলে ধর্মটাই...!

বাড়িয়ে দাও সাহায্যের হাত
ওদের কাছ থেকে চেয়ে নাও
ভালবাসা মিত্রতা মনুষ্যত্ব মানুষ।
জেনো ওরাও মনুষের মতো মনুষ হয়েই বাঁচতে চায়
এই পৃথিবী তে ওদেরও সমান হক।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন