০২ সেপ্টেম্বর ২০১৭

হরিৎ বন্দ্যোপাধ্যায়

বৃষ্টিদুপুর

আকাশ ফুটো হয়ে এখন
ঝরছে অঝোর বৃষ্টি,
গ্রীষ্ম শেষে বৃষ্টি গায়ে
লাগছে খুবই মিষ্টি ।
রাস্তা জুড়ে একহাঁটু জল
উঠোনটা আজ পুকুর,
চারপাশেতে নামছে আঁধার
এখন কিন্তু দুপুর ।
একনাগাড়ে ঝরেই যাচ্ছে
পড়াশোনা বন্ধ,
জলছবিতে ভেসে আসে
ছুটি ছুটি গন্ধ ।
খোকা ঘোরে এঘর ওঘর
বাবাও আজকে বন্দী,
দুপুরবেলা হবেই হবে
খিচুড়ি ইলিশ সন্ধি ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন