০২ সেপ্টেম্বর ২০১৭

ভাস্কর পাল

একজন ঈশ্বর ?

দীর্ঘ নীরবতার পর আবার কথা হলো
কথা হল অসম্ভব স্বপ্নের
নক্ষত্রের রাজত্ব হারানোর ব্যাথা বুকে নিয়ে
আগলে রাখা হয়নি
হাতুড়ির তুমুল শাসন ।
শব্দের ওপারে
একজন ভণ্ড?
একজন ঈশ্বর?
একজন সহজ কোনও মানুষ?
কেবলমাত্র তামাশার জন্য
পদদলিত মাটির এদিক সেদিক শায়িত রয়েছে
রক্তপূর্ণ আমাদের সাংবিধানিক শরীরগুলো ?
তাদের কাফন রক্তাক্ত ও ঠোঁটগুলো সিক্ত
রক্তকোষ চুম্বনরত ঠোঁটগুলো কখনো কখনো
অনুভব করে কর্তব্যরত সাম্য অস্ত্রের দীপ্তি
অনুভব করে প্রগলভ শোণিতের বিচ্ছুরিত উষ্ণতা
ক্ষরণের সময় কুশলী পেশিগুলোর  অনিয়ন্ত্রিত নিষ্পেষণে ।
আস্থা, যা মুছে দিতে পারতো আমার তোমার অতীতের সমস্ত দুঃখ
এবং তোমাকে মুক্তি দিতে পারতো সেই বন্দীত্ব থেকে
যার নাম দেয়া হয়েছে ধর্মপ্রেম
ভালোবাসতে সক্ষম তোমার সেই হৃদয়ের সন্দেহপ্রবণ বিশ্বাস থেকে
এবং পৃথক করতে পারতো অস্পষ্ট ধর্ম থেকে তোমার সগৌরব প্রত্যাহার
পৃথক করতে পারতো সেই কপট দৈব নির্দেশ আর
সেই ভেক রূপী ঈশ্বরদের দেহ সভ্যতা
আজও সমীকরণের দিকে চোখ, চেয়ে আছি
সভ্যতা তাকিয়ে আছে তার অন্তর্গত ক্ষয়
আর প্রশংসিত পচনের দিকে 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন