০১ সেপ্টেম্বর ২০১৭

যোগেন্দ্রনাথ বিশ্বাস

আবরণ

কেন এই আবরণ ?
অ-স্বচ্ছতার আবরণে বিভ্রান্ত সমাজ
আজ কলুষিত ! প্রগাঢ় অন্ধকারে নিমজ্জিত সবে ।
উন্মোচিত হোক্ এই শ্লীলতা !

আদিম মাদকতার আস্বাদের উল্লাসে
ভরে উঠুক চারদিক,
ভগ্নপ্রায় রসাতলের দ্বারে উপনীত
এই নব্যতা ।

সু-মিষ্ট হিংস্র অভয়বাণী
আজ নিক্ষেপিত কঠোর কারাগারে,
সু-উচ্চশিখরে আজ লোলুপতার
পাষণ্ড নিষ্পেষন ।

উন্মুক্ত হোক্ এই আবরণ
ফিরে আসুক্, একফালি দমকা হাওয়া !
এসো, শীতল হই একই সাথে
সু-শীতলতার কৃত্রিমতা দূর হোক ।

আজ শুধুই উপভোগ,
এসো আস্বাদ করি
আদিমতার স্বাধীনতা !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন