০২ সেপ্টেম্বর ২০১৭

নীলাঞ্জন সাহা

নিমন্ত্রণ

তোমার হাতে তখন আগুন, হাওয়ায় বাসন্তিকা
একমুঠো সেই চিলতে নদী, উদভ্রান্তের খোঁজে
বানভাসি আজ, তাই বৃথা প্রেম নীল খোঁপাতেই গোঁজে,
হাসনুহানায় রোজনামচায় লাজুক অনামিকা।

মিথ্যে ছিল স্বপ্নপ্রহর, লাল নীল বুদবুদে
সাঁতার কাটার আদিখ্যেতায় একলা লুটোপুটি;
আঁকড়ে ছিল রাত থেকে ভোর তোমার ও হাত দুটি -
লিখছিল প্রেম অমরগাথা ধূসর পাথর খুদে।

তবুও ছিল বাবুই বাসায় জোনাক ঝিকিমিকি,
জোছন ধোওয়া দমকা রাতে হাজার তারার আলো,
মৃত্যু এল দিগবিজয়ী পরণে জমকালো
নীল শাড়িটার আঁচল জুড়ে আগুন ধিকিধিকি।

আজকে আমার বইয়ের পাতায় মেঘের চোখের জল;
চিলতে নদী আজও বলে - এবার জলকে চল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন