০১ সেপ্টেম্বর ২০১৬

গোলাম মৌলা খান

আড়ালে

শুকনো কাঠ ফাটা তেষ্টার মতো যদি
মরুঝড় ওঠে ..
তাই আর যাইনি তোর পাড়ায়,
মনের স্টোর রুমে রেখে দিয়েছি
তোর দুপুর বেলার আদুরে ডাক,
আমার জমজমাট ভীড় এর অনেক ওপরে
আর যেন শকুনীরা না ওড়ে ..
তাই সিগারেটের ধোঁয়া মেলে রেখে দেবো
আমার শহরে ..

সে মেঘ ... সরাতে তোকে শেখাইনি আমি। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন