০২ সেপ্টেম্বর ২০১৬

ঈশানী ব্যানার্জী

হারিয়ে পাওয়া

সমুদ্রের মধ্যে থেকে ধীরে ধীরে
রক্তিম আভার রবি কিরণ
সুস্নিগ্ধ বিস্তীর্ণ বালুকা বেলায়
ছড়িয়ে দিল তার আস্তরণ
লাল কাঁকড়াগুলো নবকিরণ
মেখে নিয়ে বিছিয়ে দিল
লাল কার্পেটসোনালী
বালুকা বেলায় 
ঢেউ তার চিরাচরিত গতি নিয়ে
হুহুঙ্কারে আছড়ে পড়তে লাগল
বালুকাবেলায় বিছিয়ে দিল
ঝিনুকের আস্তরণ
আমি খুঁজছিলাম আমার
হারানো প্রেমকে;
যদি সমুদ্র অঞ্জলিভরে
আমার আঁচলে এনে ঢেলে দেয়
আঁচল বিছিয়ে বসে ছিলাম আমি
গ্রহন করব বলে;
সহসাসমুদ্র তার বিস্তীর্ণ
বালুকা বেলায়আমার
বিক্ষিপ্ত আঁচলের উপর
তাঁর উৎ্ক্ষীপ্ত জলরাশির মধ্যে
নিভৃতে লুকিয়ে থাকা
একটি মুক্তাঞ্জলি দিল
খুঁজে পেলাম আমার
হারানো প্রেমকে
ছোট্ট মুক্তর ওপর মনের
রঙ তুলি দিয়ে আঁকলাম
তোমার অবয়ব
রেখেদিলাম যত্ন করে
তোমায়আমার মনের
মনিকোঠায়আমার হৃদয়ে






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন