০২ সেপ্টেম্বর ২০১৬

গল্প - মন্দিরা মিশ্র

ঈর্ষা  
                                                                     
শিমূল বাস থেকে নেমে ‚ বাড়ীর পথে বাড়ালো | আপনমনেই হাঁটছিল | হঠাৎই চোখ আটকে গেল ‚ মায়ের ঘরের পিছনের জানলায় ‚ আধ-হাত ঘোমটা টানা এক মহিলাকে ‚ পর্দা সরিয়ে ইতি-উতি তাকাতে দেখে |
থমকে দাঁড়িয়ে ভাবলো একটা জোরে হাঁক দিই ‚ কিন্তু কি-ভেবে ব্যাপারটা ওয়াচ করতে লাগলো |
এই আসন্ন সন্ধ্যেবেলা নিশ্চয় চুরির মতলব নয় ‚ অন্য কোন উদ্দেশ্য আছে |
রাস্তার ধারে আরো একটু সরে দাঁড়ালো ‚ যাতে  নিজে ভদ্রমহিলাকে দেখতে পায় ‚ কিন্তু উনি দেখতে পাবেন না |
রাস্তায় দু-চারজন পথচারী নিজেদের মধ্যে গল্প করতে করতে চলে যাচ্ছে | তারা কেউ মহিলাকে লক্ষ্যই করেনি | আর শিমূল ‚ কানে মোবাইলটা নিয়ে ‚ এমন বিড়বিড় করছিল ‚ যাতে লোকে ভাবে ‚ এখানে দাঁড়িয়ে কথা বলছে |
নাঃ ‚ বেশীক্ষণ অপেক্ষা করতে হলনা | মহিলা জানলা গলিয়ে একটা কাগজ মত কিছু ফেলে দিয়েই ‚ রাস্তায় উঠে এসে ‚ ঘোমটা ফেলে ‚ আপনমনে এগিয়ে চললেন ‚ শিমূলের বিপরীতদিকে |
তার মধ্যেই শিমূল দেখে নিয়েছে | আরে ‚ এতো রক্তিমার কাকীমা ?
উনি মায়ের ঘরের জানলায় কি ফেলে ‚ যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে ‚ বাড়ীর পথে পা বাড়ালেন |
এবার শিমূল ‚ পা চালিয়ে সোজা বাড়ী |
মাতো সান্ধ্য অবসর কাটাতে সিরিয়ালেই মগ্ন | তাঁর পিছনে জানলায় কে কি ফেলে গেল ‚ তাতে তিনি একেবারেই অজ্ঞ |
তবে শিমুল গেটে ধাক্কা দিতে ‚ যাইরে .. বলে চাবি নিয়ে গেট খুলে দিয়ে বললো ‚ যা তুই ফ্রেশ হয়ে নে ‚ আমি চা করে আনছি ‚ বলে রান্নাঘরে ঢুকলো |
সন্ধ্যের চা টা মা- করে | তারপর মেনকা এসে রাতের রান্না চাপায় |
শিমূল সোজা  মায়ের ঘরে ঢুকে ‚ জানলার সামনে থেকে কাগজটা তুলে নিয়ে ‚ ভাঁজ খুলে ‚ পড়তে গিয়ে অবাক ........
আরে ‚ এতো রক্তিমার লেখা ? ব্যাপারটা কি ‚ রক্তিমার লেখা একটা ইনিয়ে-বিনিয়ে প্রেম-পত্র ‚ তাও আমাকে........
ওতো কোনদিন  




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন