০২ সেপ্টেম্বর ২০১৬

কবিরুল ইসলাম কঙ্ক

ডাউনলোড ফাইলে যা লেখা ছিল 

এইবেলাতে যে কথারা উপচে পড়ে 
হৃদয় মুড়ে মিটিয়ে দিলেম সমস্ত দায়,
এখনো সেই ঘোগের বাসা বাঘের ঘরে
কলুঘানির জীবনখানি চুপসানো প্রায় ।

না মরা সব যন্ত্রণারা বিষিয়ে ওঠে
ছুটছে জোরে বল্গাহীন রেসের ঘোড়া,
অন্য মনে ফুটছে যত রাঙা বকুল
শ্লোগান গাওয়া বেহায়াদের কপালপোড়া ।

দারুণ হবে মোকাবিলা এবার তবে
দুই সেয়ানের কোলাকুলি উঠবে জমে,
সাপলুডোর মারপ্যাঁচে সবাই নাকাল
বিষে ভরে যাচ্ছে ক্রমে শ্বাসের দমে ।

গল্পগাথার ছুট ছবিতে ভুলভুলাইয়া
আঁকড়ে ধরে যেকোনো এক দলের নিশান,
আপনি যদি হন চোরের মাসতুতো ভাই
আমরাও ফেলবো কেটে দুইখানি কান । 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন