০১ সেপ্টেম্বর ২০১৬

সুনীল সানি সরকার

জ্ঞান পাপী 

মোহ লোভ লালসায় আবদ্ধ জনজীবন।
স্বর্গ সুখ আস্বাদনের তাগিদে ব্যস্ত মন॥

আপনার স্বছন্দের মায়ায় জলাঞ্জলি ব্যক্তিত্ব।
চলে প্রতিক্ষণ পদলেহন উর্দ্ধতনের দাসত্ব॥

ক্ষমতার ক্রমাগত অবমূল্যায়ন করে।
অর্থ যশ প্রতিপত্তি সাজানো থরে থরে॥

হিংসার আবেশ ঢেকে মুখে মিষ্টি সুর।
 মনের সাথে দ্বন্দ্ব লিপ্ত সমস্যা ভরপুর॥

পরিচিতি সবিশেষ অগ্রাধিকার সর্বত্র ।
তেল মাখানো মন ভোলানো আর প্রীতিসত্র॥

গায়ে পড়ে আলাপন বিলাপ বাহুল্যতা।
হলে প্রভুর কৃপা মেলে সুখ সফলতা॥

ভিখারির বেশে নেই কুন্ঠা অপমান।
চারপাশে নানাবিধ পাহাড় প্রমাণ।

ক্লান্ত শ্রান্ত অবসন্ন মন টানে পিছু অণুক্ষণ।
পূর্ণ সতেজ হবে বুঝি পেলে ঊষা কিরণ ॥





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন