০১ সেপ্টেম্বর ২০১৬

পরিমল হাঁসদা

পরিবর্তন 

পরেবার জঙ্গলে কাঠ কাটতে গিয়ে
শিয়াকুল কাঁটার ফাঁক দিয়ে দেখি
সিতাপত্র গাছের পাতায় লেখা নিষিদ্ধ প্রেমের চিঠিটি
কে যেন মুছে দিয়ে গেছে

সেদিন বিধবা লুসকী মান্ডির বাড়ির পাশ দিয়ে
যাবার সময় লক্ষ্য করলাম
তাঁর দেয়ালের ঘুঁটের পাশের কালো রক্তের দাগ
কারা যেন ধুয়ে গেছে

এখন জঙ্গলের মানুষদেরও মনে মঙ্গলে যাবার স্বপ্ন
তাই তাঁদের প্রানেও সৃস্টি সুখের আনন্দ

খড়ের চালে কয়েক দশকের চেনা বারুদের গন্ধ
শুঁকে দেখি,আজ আর নেই ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন