০১ সেপ্টেম্বর ২০১৬

মুকতাদির আজাদ

বর্ষায়

কেবল-  ভিজেছে মাটি,
ধুয়েছে  বৃক্ষ - তরুণাদি
ঘাস,  আগাছা  ইত্যাদি

সিক্ত বৃক্ষ  মাটির সোঁদা গন্ধ
যেন চারিদিক বহুদূর অন্ধ,
তবুও কিসের বাস যেন লাগে না মন্দ

মনুষ্য স্বভাবের ন্যায় ছুটিলাম সুখগন্ধে
অত্যন্ত স্বাভাবিক এবং
কাউকে না দেওয়ার পন্থে
কিন্তুপড়িলাম আমি সিক্ত ভূমি পরে
প্রকৃতি যেন স্বার্থ-চিন্তায়
আঘাত করে মোরে

হাতের পাশে দেখি,  ফল টি সিক্ত
ক্ষিতি মিশ্রিত,
লাল বর্ণ  আবছা আবছা লক্ষিত

ফল টি কার জন্য  কথা ভাবিনি কখনও
মনে করেছি শুধু আমার জন্য,
তাই তো  আমি তা পাইনি 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন