০১ সেপ্টেম্বর ২০১৬

দুটি কবিতা - দিশারী মুখোপাধ্যায়

চক্রবাক

পৃথিবীর অন্ধকার , ঘরের অন্ধকার আর আমার অন্ধকার
সব একসঙ্গে মেখে ,খেয়ে পান করে বসে আছি

যখন আমি ধরতে চেয়েছিলাম -- ঘেন্না খুব সক্রিয় ছিলো
যখন ছেড়ে দিলাম
জোয়ার প্রস্তাব দিতে ছুটে এলো নিউক্লিওলাসে , কিন্তু
নিয়ে রাখবার বটুয়া নেই

তবু আমি তো জলকে জল ছাড়া অন্য কিছু ভাবিনি কখনো
তাই তার সব আর্সেনিক ছেঁকে
হিমোগ্লোবিনের মধ্য দিয়ে উজানে পাঠিয়ে
রঙকে প্রসব করিয়ে করিয়ে তোমার ছবিতে তুলিকেও তুমুল
এখন আরো যদি অন্ধকার আসে তাকে খাবো, মাখবো আর
খানিকটা জমিয়ে রেখে দেবো
চারদিকে সীমানা এঁকে চেনাকে সহজ করার জন্য
কখনো যদি আলো এদিকে আসে একবারও

হঠাৎ কখন সব পেয়ে যাবো হুড়মুড়িয়ে
সেই ভয়ে কাঁটা হয়ে আছি




বাক-বিপদ

কী বলাকে কী ভাবা যায় তার কোনো ধারণা আছে কি

ধারণা ছাড়াই নেড়া বেল তলায় যায় বারবার
এটা তার ভবিতব্য
এরকম বলে থাকি আমরা অশিক্ষিতরা
যাদের বর্ণপরিচয় হয়েছে তারা বলে
এটা তার স্বভাব

বেঙ্গলি টু ইংলিশ ডিক্সেনারিতে
স্বভাব ইংরেজি নেচার
প্রকৃতি ইংরেজি নেচার
তাহলে স্বভাব যদি প্রকৃতি হয়
নেড়াকে কতটা আর নেড়া বলা যায়
অথবা নচ্ছার

যেভাবে যাই- বল না কেন
এই ডিপ্রেশন যদি নিম্নচাপ হয়
স্বীকারোক্তির বানান কী হবে
তা নিয়ে সব গবেষণা গড়াতে গড়াতে যেখানে যাবে

সেখানে নেড়া একবার পৌঁছাবেই 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন