০২ সেপ্টেম্বর ২০১৬

চন্দন মজুমদার

যে দিনটায় তুমি নায়িকা

তোমার একটা গল্প বলা বিকেল আছে
আমার আছে একটা ঘর ফিরতি কাক
তারা আজ গল্প করুক রেলিঙে হেলান দিয়ে
এসো আমরা হাইওয়ে পেরোই হাত ধরে,
আদরে আদরে সন্ধে নামুক শহরে
আদরে আদরে নেমে আসুক রাত
মধ্যরাতে যবনিকা নেমে আসে নিয়ম মেনে
শিল্পীর মার তুলির প্রত্যেক টানে,
শেষটানে তার পরিচয় পাওয়া যায়,
বিকেলটা কাকের আষ্কারায় শিল্পী হয়ে ওঠে,
তোমার আষ্কারায় আমি প্রেমিক হয়ে উঠি,

ভোর রাতে বৃষ্টিনামে জানলার ওপারে ।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন