০১ সেপ্টেম্বর ২০১৬

দীপাঞ্জন মাইতি

শান্তিনিবাস
       
সুখ আজকাল বিলাসী বড় –
ঠিকানা বানায় দাম দিয়ে কেনা স্বস্তিতে,
নতুনের প্রাণে ঝলমলে উজান লাগায় যারা
ডুবে যায় অসহায় অন্ধকার কোনো বস্তিতে,
ধুয়ে যায় কিছু অভ্যেস
ভালো খারাপ মিলে মিশে,
কিছু স্বপ্ন মুক্তি খোঁজে আকাশে
কিছু নীলচে ধূসর বিষে;
অমৃতের সন্ধানে সবাই দৌড়ে চলে
মৃত্যু প্রতি পদক্ষেপে,
সুখের নতুন ঠিকানায় অলি গলি দৌড়ে বেড়ানো
মৃত ভবিষ্যত –
রক্তাক্ত অতীতের ব্যার্থতায় ওঠে কেঁপে;
মাঝে মাঝে মনে হয় তারাদের বাদে
নিভে যাক সব আলো,
শরীরের সব কোণ ঢেকে ফেলুক রাতের কালো;
ক্ষয়ে যাক সব সর্বনাশী ঝড়ে –
তারপরে শূন্য থেকে শুরু হোক নতুন পৃথিবী গড়া
কিছুটা তোমারকিছুটা আমার ছোট্টো চিলতে ঘরে




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন