০১ সেপ্টেম্বর ২০১৬

হরেকৃষ্ণ দে

একমুঠা পান্তাভাত

 গো বাবু!দেশ ছেড়ে এলাম আমিগতর দিয়ে পেট পালতে
ছিলাপুলা পুষতে হবেক,
জীবনটাকে রাখতে হবেক
গতরটাই তো পুঁজি হামদের,
তাই দিতে হবেক একমুঠা পান্তাভাত

রোদ নাই,জল নাই,নাই একফোঁটা
কানাকড়িও,কেমনে চালাবো
দিনরাত তাও নাই ভাবনা
শুধু বরাত খাটেই বাবুর মন
কিনেই লুব আর পান্তাভাতে
বাঁচে থাকবো

দেবতারা সব লুকাই থাকে,
লুকাই লুকাই খেলা দেখে
কেমনে হামরা মরতে মরতে
বাঁচে উঠিবাঁচা মরার হিসাব কোনো নাই  বাবু,শুধু বাজি
ধরে সূর্য্যি উঠা আর সুর্য্যি ডুবা
দেখতে দেখতে আমানিতে
ডুবে যাবেক সংসারটো

  বাবু কিছুই চাইবো না আর
তুমাদের কাছে
শুধু দুমুঠা পান্তা ভাত পেলেই
হবেক.....

শুধু দুমুঠা পান্তাভাত




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন