০২ সেপ্টেম্বর ২০১৬

রিপন হালদার

একটা দিন

এই যে গোটা একটা দিন খালি পড়ে আছে
কামরা, আমি কী করব

সকালে পা ছড়িয়ে সন্ধ্যায় মাথা ডোবাই
নাকি আমার শাঁসে ভরে ফেলব এই
চলমান ঘর

হাত পাগুলি খুলেও তো রাখতে পারি
অনাদি স্টেশন, খালি সিট
তিন-চার বার বসাও অপরাধ নয় তো, একার

কিছুটা ধারও দিতে পারি মাথা
হাওয়ার ছোবলে

একটা চাকা দলা পাকাচ্ছে পেটে
প্রস্রাব আর কতো দীর্ঘ ব্রীজ

পাঁচিল টপকে আকাশ পেরোতে চায়

একটা দিন, সূর্য পেঁচানো কাগজ
দলা পাকাচ্ছে পেটে 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন