০২ সেপ্টেম্বর ২০১৬

অভিজিৎ পাল

সরস্বতী বন্দনা

বিমর্ষ হয়ে উঠি আগ্রাসন দেখে
রাজনৈতিক পতাকার কাছে বিকিয়ে যাচ্ছে সময়
মেধাহীন একদলা আভিজাত্যে তৈরী হচ্ছে ক্যাম্পাসে

একটা হেরে যাওয়ার ভয় হয়
একটা হারিয়ে দেওয়ার ভয়
বিভীষিকার শিকার হই
অসংস্কৃত ভাবনারা মাথা তুলে জাগে
ছিঁড়ে খুঁড়ে নষ্ট হয়ে আসে অভিজ্ঞানের কাহিনিমালা

ভাবনারা নষ্ট হয়ে যায়
আমি পুরাধুনিক পাঠের আমন্ত্রণ জানিয়ে
আত্মদ্রোহের কাহিনি গাথি নক্সী কাঁথায়..







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন