০২ সেপ্টেম্বর ২০১৬

ছড়া - দীননাথ মন্ডল

চাঁদের পাড়ে 

আয়রে আয় চাঁদ দেখি ওই
আকাশ তারার দূরে
কল্পবুড়ির খেলার মাঠে
জোছনা চাদর মুড়ে।
কদমগাছের নীচে বসে
ফুঁ দিয়ে ওই বাঁশি
কৃষ্ণগাভী চড়বে মাঠে
খেলব হাসিখুশি।
পাহাড় তলে কু’ড়ে নুড়ি
গড়বো একটি ঘর
আবেশ সুরে ঠাণ্ডা বাতাস
সোহাগ দিয়ে ধড়।
খইপলকের দৃষ্টিতেই
ছুটবো নাঙ্গাপায়ে
ফানুশ হয়ে ভাসবো মোরা
আকাশগাঙের নায়ে।
ছড়িয়ে হীরে চলবো দূরে
চাঁদের বুড়ির কাছে
ডজন ধরে গল্প শুনে
আসবো ফিরে নেচে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন