০১ সেপ্টেম্বর ২০১৬

সুদীপ্ত মন্ডল

আগামী বসন্ত

বৃষ্টির জমা জল যে বুকে রেখেছো
সব আগুন নিভেয়ে দিওনা শ্রাবণে
কিছুটা বাচিয়ে রাখো আগামি বসন্তের জন্য
বুকের রক্ত ঢেলে কিছু পলাশ ফুটিও
ভেজা বারুদে আগুন জ্বলে না
যে বুকে তুমি আমায় বৃষ্টিতে ভেজাও
সেই বুকে আগুল জ্বেলো আগামী বসন্তে



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন