০২ সেপ্টেম্বর ২০১৬

অরিন্দম মুখার্জ্জী

আমার মা

দেহ রক্তাক্ত
মন বিষাক্ত
চেতনা ধ্বংসাত্মক
হয়ে উঠেছে আজ
ছোটো ছোটো স্বার্থাঘাতে কাছের মানুষকে
শত্রু হয়ে উঠতে দেখে বিশ্বাসের উপর থেকে বিশ্বাস উঠে গেছে।
সবাই শুধু আমার আমি র মধ্যে সীমাবদ্ধ।
এরম সময় ই ঘটে সেই অঘটন
কেউ পাশে এসে দাঁড়ায়, বলে পাশে নয় সাথে আছি
নিজের  জীবন কে উপেক্ষা করে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
শত অন্ধকারের মধ্যে  আলো হয়ে উদয় হয় কেউ।
আবার বিশ্বাস ফিরে আসে,  আবার ভালোবাসতে ইচ্ছা করে।
মনে হয় আছে এক অদৃশ্য শক্তি যা  খারাপের সাম্রাজ্যে
আজও ভালোকে বাঁচিয়ে রেখেছে।
আবার যেন এসে বলে যায়
ভয় পাস না,  নিজের উপর বিশ্বাস রাখ আমি তোর পাশেই আছি।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন