০২ সেপ্টেম্বর ২০১৬

মনিরুদ্দিন খান

এই পোড়া ফসলের মাঠ

চারিধারে পুড়ছে ফসলের ক্ষেত
ভীত পাখিরা উড়ে যাচ্ছে
              বারুদগন্ধী মাঠের ভিতর

শিশুপাঠের দৈত্যেরা তেপান্তর পেরিয়ে এসেছে আবার
উঠোনের সবুজ ঘাস মাড়িয়ে যাচ্ছে অবমানব  পায়ের পাতা

নিকষ হাত বাড়িয়ে দিয়েছে একটুকরো
         সন্ত্রস্ত কলিজার দিকে

এই হাত চেনে ইরাকের শিশু, সিরিয়ার নারী
মায়ানমারের অসহায় পিতা-মাতা
       আর বিশ্বের যত নিপীড়িত মানুষের দল
এই হাত মান নেয়
প্রাণ নেয়
কেড়ে নেয় রাত্রির   ঘুমের নির্যাস
নারীর শরীর থেকে খুলে নেয়
                  সম্ভ্রমের বাস

এই পোড়া প্রান্তর আমাদের নয়
 আমাদের ছিল না কখনও
অথচ এখানেই আজ  পেতেছি বিছানা এত  ভালবাসাহীন
    এই পোড়া ফসলের ক্ষেতে
    ঘৃণা আর বিষময় কেটে যাচ্ছে আমাদের দূ:সহ রাত



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন