০১ সেপ্টেম্বর ২০১৬

সুদর্শন প্রতিহার

ফাঁকির স্বাধীনতা

বড়ো শব্দের বড়ো প্রাপ্তি - স্বাধীনতা
গগনচুম্বী আকাঙ্খার প্রাপ্তি - মাটিতেই
আকাশ-কুসুমে 'একপ্রাপ্তির সে ভাবনা
অংকের জটিল হিসাবে আজ বড়ই দুর্বোধ্য !

কম থেকে আরও কম , বেশি থেকে বেশি
দিনে দিনে পাতালপুরী - কমের হিসাব
বেশি - আকাশ ফুঁড়ে মহাশূন্যের 'পারে
মাপের যোগ্যতা হারিয়েছে - ফারাক দূরত্ব
ভুগছে স্বাধীনতা সত্তরের বার্ধক্য যন্ত্রণায় !

একদিন চির যুবক হয়েই জন্ম নিয়েছিলো সে
সাম্যের গান আর সমতার প্রাপ্তি
ভরে ছিলে এক বুক আশা ---
তলায় হয়েছে ফুটো - প্রাপ্তির শূন্য ঘোড়ায় !

তোষামোদের তেল ---
ঘুরেফিরে , চলে যায় তেলা মাথাতেই
রুখা-শুখা তোমরা পাবে ..... ফাঁকির স্বাধীনতা I



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন