০২ সেপ্টেম্বর ২০১৬

রঞ্জন চট্টোপাধ্যায়

কাঁথাস্টিচের অতিভক্তি

প্রতিস্পর্ধার উচ্চারণটির নাম
ইদানীং হলে
ধরে নিই
                আমার প্রাত্যহিক
                উৎসগুলি
                 কষ্টের গোমুখ খুঁজছে

তুমি বরং
রেডি--সেডি--গো   বলো

আমি তোমায়
তারপিন তেলের বাণিজ্য বিরতি
মাখিয়ে দেব

সেমসাইড তর্জায়
এখনও যদি কাঁথাস্টিচের
অতিভক্তি পাওয়া যায়

বিশ্বাস করো,

তোমার মকবরায়
আমি একটি
ফুলটুস মিশর চড়াচ্ছি




বৃক্ষও

বোধিবৃক্ষের দিকে
এখন দক্ষিণায়ন চলছে
শহরে হিম ছায়া পড়লে
তাপের আশায়
শরণং গচ্ছামি  ঘাসগুলো
মন্ত্র পালটে বলে ওঠে
জবাকুসুম  সঙ্কাশং .....

সম্পর্ক আপেক্ষিক হয়

এটা ঘাসগুলো জানে
বৃক্ষও




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন