০১ সেপ্টেম্বর ২০১৬

হাবিব মন্ডল

অপূর্ণাঙ্গ

আমি জানতাম ; আমার -
সম্মুখে আসবেই
পূর্বে অনুভব করেছিলাম ;
অপ্রত্যাশিত দিনটা
আমায় অশ্রুজলে ভাসাবে !
তবুও মানতে চাইনি 

আজ এলো -
গ্রীষ্মের আদিত্যের মতো
ভয়ানক রুপ ধারন করে 
হতভাগা আমি , তবু
আস্টে-পিস্টে জড়াচ্ছি ,
কাছে আসার বাণী শোনাচ্ছি -
তুমি আমার স্বপ্নের …
তুমি আমার সাধনা …
কাছে এসে একবার নেত্রমেলে দ্যাখো
কত রঙ , কত রস ,কত ভালোবাসা 
সবই তোমার অপেক্ষায় …
উপবাস করে চলেছে
অজস্র দিন 

রঙ ,রস , ভালোবাসারা -
আজো প্রতিজ্ঞাবদ্ধ ,
কেবল তুমি হলে প্রতিজ্ঞাভঙ্গ। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন