০২ সেপ্টেম্বর ২০১৬

তৈমুর খান

মহাকাল পেরোতে থাকে

জল খেতে আসে অবহেলার হ্রদে
আমাদের ক্ষয়িষ্ণু বংশধরেরা
দূর থেকে দেখি তাদের ঘিরে থাকে
ইতিহাসের প্রাচীন আত্মারা
ছায়ারা হামাগুড়ি দিয়ে নামে
তাদের হাত পা মাথা কিছু নেই
জলীয় বলের মতো ঘোরে
অসংকোচে ঝরে পড়ে দৈবের গান
পাখিদের ভিড় কমে গেলে
একটি নষ্ট সভ্যতা চুপচাপ জেগে থাকে
মনুষ্যত্বহীন গন্তব্য তখন রাষ্ট্র নির্মাণ করে চলে
সেই ভয়ংকর রাষ্ট্র কোনো ঘুমের  ব্যবস্থাও করে না
অবেলায় আঁচল পেতে দেয় শীতের সূর্য
মেঘের মহিমায় আটকে থাকে চাঁদের কলা
ইচ্ছারা ভাসমান নৌকা হয়ে চলে যা
মহাকাল পেরোতে থাকে কাঙাল আয়ুরেখা 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন