০১ সেপ্টেম্বর ২০১৬

পদ্মনাভ অধিকারী

প্রণতি তোমারে

বেলা পড়ে এলে প্রলম্বিত হয়
চলমান বৃক্ষের পশ্চাৎ ছায়া
তেমনি ছেড়ে গেলে জগত সংসার
কাঁধ থেকে না নেমে আরও বেশি
স্থায়ী হয় পরিচিতি নামের শব্দমানুষ ---

আর জন্ম হোক না তার
যে কোনো ভূগোলেই
নাড়ির বাঁধন হয় না ছিন্ন যার কোনোকালে
সেই সম্পর্কের স্মৃতি ঘুরে ফিরে আসে
দিবালোকের মতো যে সত্যি ---

তখন আরও বেশি উজ্জ্বল হয়ে
ধরা দেয় যে মুখ সেই তার
সরবংসহা দেশমা-মাটি
যার কথা ভেবে নত হয়ে আসে মাথা,
ধন্য আমি জন্মেছি তোমার বুকে
প্রণতি তোমারে দেশ মাতা সুহৃদ মাঝে

চঞ্চলতায় ধ্বনিত হয় যে শব্দগুচ্ছ --- 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন