০২ সেপ্টেম্বর ২০১৬

সুবীর সিনহা

আর্থিক প্রতিবন্ধী

কেটেছে কত বিনিদ্র রাত,
তোমার কথা স্মরণ করে,
তুমি ছিলে মনের মাঝে,
মনটা আমার আলো করে

তোমার হাসি বাজতো কানে,
চোখে শুধুই  তোমার ছবি,
জ্বলতো বুকে তুষের আগুন,
সোম থেকে আগামী রবি

তুমিই ছিলে স্বপ্নে আমার,
বাস্তবেও তোমারই মুখ,
ভেবেছিলেম পারবে দিতে
তুমিই আমায় সর্বসুখ

শ্রদ্ধায় মাথা ঝুঁকলো সেদিন,
তুমি ধরলে প্রতিবন্ধীর হাত,
হয়নি সেদিন কোন অভিমান,
দাওনি বলে জীবনে সাথ

এর ঠিক এক বছর পরে,
হঠাৎ দেখা তোমার সাথে,
বললে তুমি মনের কথা,
কেন হাত,  দাওনি হাতে!

শারীরিক প্রতিবন্ধী স্বামী,
অর্থ প্রাচুর্যে প্রতিবন্ধকতা কম
"আর্থিক প্রতিবন্ধীছিলেম আমি,
ছিল না আমার অর্থের দম

শ্রদ্ধা গেল কর্পূর হয়ে,
ঘৃণার পাহাড় রঙ যে কালো,
তোমায় হারিয়ে আজকে ভাবি,
না পাওয়াটাই ছিল ভালো




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন