০২ সেপ্টেম্বর ২০১৬

মিন্টু দাস

নামহীন কবিতা

জলও জানে তার স্পর্শ
অ্যালকোহলের কটু গন্ধ
নারী শরীর... রক্তের স্বাদ

ভাঙা কাঁচের বোতল
এফোঁড় ওফোঁড় করে দেয়
ঝাঁঝরা করে বুক

দ্বিধা-দ্বন্দ্ব-লজ্জা-ভয়
মুখ লুকিয়ে বুক ফোলানোর গল্প
এই তো সবে শুরু

পাপে বিষে বিষে
নীল হতে হতে
চলে বিষল্যীকরনীর খোঁজ
শ্রীঘরে চার দেওয়ালের মধ্যে
হতে থাকে

শুদ্ধি করনের অ্যাবসার্ড ড্রামা



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন