০২ সেপ্টেম্বর ২০১৬

অনুক্তা ঘোষাল

টুকরো চোখে

কথার উপর জমেছে প্রলেপ ধূলোর
শুকনোপাঁজরধুয়ে ছন্নছাড়া জল,
সাদাকালো প্রেমের কথা মুছে,
চেতনার হাতছানি,অন্য কোথাও চল।।
আজ বুঝি মেঘ দেখেছিস নতুন,
তাসের ঘরে বাঁধবি কি  সংসার??
কৃষ্ণ চূড়ার রং নিয়ে কড়াকাড়ি
নতুন গড়ার ঢেউ ওঠে দুর্বার

নতুন কাব্য ফের লিখে তুই কবি,
আবার টেনে আনলি কালের ঝড়,
হাতের রেখায় জল থই থই নদী
টুকরো চোখে বাঁধিস সোনার ঘর। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন