০২ সেপ্টেম্বর ২০১৬

ছড়া - গার্গী মুখার্জী

অদ্ভুতুড়ে

ভূত ভূতনি বেজায় রেগে
লাফায় তিড়িং বিড়িং,
ছাড়বে না আজ মানুষ কুকুর
ছাড়বে না ব্যাঙ ফড়িং।

হাড়্গোড় সব মটকে দিয়ে
রক্ত খাবে চুষে,
এখন থেকে জ্যান্ত সবাই
থাকবে তাদের বশে।

রাত বাড়লেই মেজাজ গরম
লাল টকটকে চোখ,
হাড় কখানা দুলবে হাওয়ায়
শান দেওয়া  তার নখ।

ভূত ভূতনি খোশ মেজাজে
ভয় পাবে জনগণ,
সকাল সন্ধ্যে ভূতের নাচন
রাজত্ব সারাক্ষণ।

মানুষরা সব থাকবে বশে
চলবে সাথে সাথ,
ভূতের নাচন নাচবে সবাই
সারাটা দিন রাত।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন