০১ সেপ্টেম্বর ২০১৬

শুক্লা মালাকার

ছকের বাইরে যেতে গেলে

কিছু না ভেবেই চলে যাওয়া যায়
অসমান আবেগে ভেসে যায় যাক
দশ বাই দশ জুড়ে থাকা যাপন,
ঝিরঝির পাতার ওপারের অস্বচ্ছ দিনে
শুধুই নিজের হয়ে থাকা
ঘাসবনে গড়াগড়ির সুখ,
হয়তো হেমন্তের অরন্যে মিলবে
-মেল বাহিত শ্রাবণের নধর জীবন

ছকের বাইরে যেতে দম লাগে
খোলা বাতাসে মন ওড়াতে হলে
পোড়াতে হয় সতীত্বের সহবাস

যেদিন মহা-পুরুষের হাত ধরে
শিখে নেব পাপ চাপা দেবার নিখুঁত কৌশল
সেইদিন চলে যাব
আলগা ইচ্ছেভাতে জল ঢেলে
ভাঙাচোরা ছকের গায়ে সেঁটে দেব
বিপজ্জনক’ লেবেল








     

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন