০২ সেপ্টেম্বর ২০১৬

নীলাঞ্জন সাহা

মেঘ

তোমার ছিল অথৈ শ্রাবণ আমার ছিল ঝড়
তোমায় ঘিরেই অবগাহন করত অবসর
তোমার ছিল মেঘের নিটোল চুলের ঢলে
আমার আবাস নীল নিভৃতে উদাস চলাচলে

আগুন ছিল আগলে তোমার ফাগুন ধোয়া মন
আমার শূন্য ক্যানভাস তাঁর আঁকত সেই প্লাবন
সর্ষে ক্ষেতের আলের বিজন কোণের অন্তরালে
একলা ছিলেসূর্য যখন নিবিড় অস্তাচলে

দিচ্ছিল ডুবরাতপাখিরা হঠাৎ সর্বনাশা
নেশার ঘোরে পাগলপারা নীল কবিতার ভাষা
শোনাচ্ছিল আমায় একাআমার চোখের কোল
বলল-অনেক হল দেখাএবার তো তুই ভোল

এখন ফাগুন ঝড়ের দেশে একাই আগুন বোজে
প্লাবন ঘেরা আমার শ্রাবণ সর্বনাশের খোঁজে







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন