০১ সেপ্টেম্বর ২০১৬

সুমিত্রা পাল

দিবারাত্রির কাব্য

নদীটি বাঁক নিয়ে চলে গেছে আনমনে
চাঁপাফুলের গাছটি ঠিক তেমনিতাকিয়ে দূর গগনে
হারানো বাঁশি ফিরে পেয়েও রাখাল বালক ধেনু নিয়ে যায়নি বনে
শুঁয়োপোকা থেকে এখন সাবালক প্রজাপতিউড়ে গেছে সে ফুলবাগানে
শেষবিকেলের রিক্ততা উপেক্ষা করেপা-দুটি ছোটে ঘরের টানে...
  
           আমার দিবারাত্রির কাব্য গাঁথা হয় আপনমনে
           নিজস্ব দৃষ্টিভঙ্গীর স্মিত আলাপনে



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন