০২ সেপ্টেম্বর ২০১৬

দীপ মাইতি

বিষাদের নেশা (চার)

জানলার বুক থেকে নেমে সরু চাঁদ রোজ লুকোয়
রাতের হাওয়ার ভিতর দাঁড়িয়ে থাকা শুকনো ঝাউবনে,
লুকানো সব ইচ্ছেরা শুধু নীরবে ঝরে যেতে থাকে
                               চৈত্রশেষের বিকেলের হলুদ পাতার মতো;
বৃষ্টিভেজা দুপুরের সবুজ স্বপ্নে দেখা চেনা চেনা হাসি
খুঁজতে গিয়ে আজ ক্লান্ত দু'চোখ শুধু
অনেক রাতের গোপন খাতায় একপশলা কবিতা আঁকে,
ফাল্গুন বিকেলের ডানায় অভিমানী রোদ্দুর মেখে ফিরে যায়
                                    নাম না জানা একলা চিল,

বিষণ্ণ শহরের রাতে তাই প্রলাপ বকে নিভে যায় স্বপ্নভিখারিরা ।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন