০১ সেপ্টেম্বর ২০১৬

দুটি কবিতা - শুভজিৎ রক্ষিত

জোঁক

ছোটোখাটো চেহারা বলে পাত্তাই দাও না,
পাতার আড়াল ধরে তাই কামড়ে ধরি।
শরীররক্ত চুষিমাথায় চাপে খুন ---

নাছোড় আমিজানিদুর্নামের ভাগী।
কদর্যে উদাহরণ হই মানবসমাজে
তাই বুঝি ঢাল মুখে প্রতিরোধী নুন...?



উদ্ভাস

একসময় নিষিদ্ধ ছিল গমের শস্যদ্বীপ ---
আদম-ইভের বাগানতারপর প্রবল শস্যতাড়ণায়
মানুষ আঘাত হানে মেঘেআঙুরলতায়।

সন্ধিসূত্রে আগুনের ভিতর খুলে যায় বাদামি অবয়ব ---
বর্ষণে বর্ষণে সরস মৃওিকা খুঁজে নেয় অদ্ভুত বীজ;

তারপরনা অগ্নিনা জলজমিন জুড়ে শুধু আলোর উদ্ভাস! 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন