০২ সেপ্টেম্বর ২০১৬

লিমেরিক - সৌম্য শংকর বসু

পাঁচটি লিমেরিক

উদোম হয়ে লোকটা যা দেখছে তা আয়নাই
আসলে সে প্রবেশপত্র ছাপার হরপে পায় নাই
পুলটিসে পেছলায় সব পুরাতন ত্রুটি
কিছু ভুসো মলিনতা ছোঁয় সুতানুটি
তবে চোখে চোখ রাখতেই যেন তার সায় নাই।।


তোড়ে হাঁসিজোরে হাঁসি উপচায়ে ভীতি
কার লাশকার শ্বাসকার লোকগীতি?
তবু আসে রঙ্গফাঁসে মশকরা
চলে পেয়ালা-পিরিচ আর পত্রিকা পড়া
হেতু তার একটাই আজও দোলে রাজনীতি।।


অম্বলবুকজ্বালামাথা ঝিমঝিম
মদগাঁজাসিগারেট কিংবা আফিম
ক্যাটালগ ভর্তি এসবের তথ্য
সুলভেই দুর্লভ প্যানাসিয়া-পথ্য
তাও যদি ফেল মারেবদলান সিম।।


ইদানিং দেখা গেছে কলজেটা ঢোকানো
মগজটা ঝুলঝুলেচামড়াটা শোকানো
দুপেয়ে জীবগুলো চলে পথে-ঘাটে
সুযোগ পেলেই একে ওপরকে চাটে
তাইএইবেলা খোপ খুজিঁ যদি যায় লোকানো।।


টুঁসকি বৌদি দেওরবাজিতে মেতেছিল
বগল দেখানো বেলাউজের জাল পেতেছিল
নাভির নিচে জড়িয়ে পাতলা শাড়ী
তুলোর প্রলেপে পাছা গড়েছিল ভারী
           অগুরু সুবাসে চ্যাংরা ভূতেরা বেশ তেতেছিল




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন