০২ সেপ্টেম্বর ২০১৬

সুপম রায়

বন্ধু

চলে যায় তবু ভরসা রাখে ছায়ায়
ঢেউ ভাঙ্গার সঙ্গী  পাহাড় চড়ার সঙ্গী 
কাঁধ থেকে প্রসারিত হয় আরেকটি কাঁধ
এখানে তফাৎ শুধু দেখার দৃষ্টিভঙ্গি 

খাঁদের কাছে দুর্যোগ আঁকা মায়া
ভয় দেখিয়ে মুখোমুখি দাঁড়ায় 
রাস্তা কঠিন শাস্তি পাওয়ার সময়
ছায়ার মতো সে- হাত বাড়ায় 

ভুল ঘটে যায় স্বয়ং নিজের সাথে
জট বেঁধে যায় নিজের শিরায় শিরায় 
ক্ষতের ওপর বৃহৎ ক্ষতির চাবুক
মলম মাখে বন্ধু কেবল পীড়ায় 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন